ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আসছে বাস্তব চিত্রের গান-দাদা কইছে

  • আপডেট: ১০:০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 167

মিলন হোসেন, বিনোদন প্রতিবদেকঃ

প্রযোজনা প্রতিষ্ঠান ❝এমআর মাই মিউজিক❞ অফিসিয়াল ব্যানার থেকে প্রকাশ হতে যাচ্ছে ❝দাদা কইছে❞ শিরোনামের বাস্তব চিত্র নিয়ে সাজানো নতুন একটি গান ৷ আরমান রাফির কথা মালায় গানটিতে কন্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ মেধাবী তিন কন্ঠশিল্পী অবুঝ মুশাহিদ জীবন, শেখ রাসেল ও আবির হাসান রাকিব । ❝দাদা কইছে❞ গানটিতে সংগীতাযোজন করেছেন বর্তমান সময়ের সাড়া জাগানো মিউজিক কম্পজার জেডএইচ বাবু । গানটিতে খুব সুন্দর একটি মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে । গানটি খুব শ্রীঘ্রই ❝এমআর মাই মিউজিক❞ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে মিউজিক জেড এইচ বাবু, বাস্তব চিত্র নিয়ে গানটি অনেক ভালো একটা গান হবে বলে আমি আশাবাদী । গানটির কথা মালা সুর ও সংগীতে ভালো কিছু পেতে যাচ্ছে শ্রোতারা।

গানটি নিয়ে সংশ্লিষ্টরা আরো বলেন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শ্রোতাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য, বর্তমান সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরা হয়েছে গানটিতে, গান ও মিউজিক ভিডিওসহ ভালো কিছু উপহার দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন । পরিশেষে বাংলা গান শুনুন ও শুদ্ধতার সাথে থাকুন,ধন্যবাদ ।

Tag :

আসছে বাস্তব চিত্রের গান-দাদা কইছে

আপডেট: ১০:০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

মিলন হোসেন, বিনোদন প্রতিবদেকঃ

প্রযোজনা প্রতিষ্ঠান ❝এমআর মাই মিউজিক❞ অফিসিয়াল ব্যানার থেকে প্রকাশ হতে যাচ্ছে ❝দাদা কইছে❞ শিরোনামের বাস্তব চিত্র নিয়ে সাজানো নতুন একটি গান ৷ আরমান রাফির কথা মালায় গানটিতে কন্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ মেধাবী তিন কন্ঠশিল্পী অবুঝ মুশাহিদ জীবন, শেখ রাসেল ও আবির হাসান রাকিব । ❝দাদা কইছে❞ গানটিতে সংগীতাযোজন করেছেন বর্তমান সময়ের সাড়া জাগানো মিউজিক কম্পজার জেডএইচ বাবু । গানটিতে খুব সুন্দর একটি মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে । গানটি খুব শ্রীঘ্রই ❝এমআর মাই মিউজিক❞ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে মিউজিক জেড এইচ বাবু, বাস্তব চিত্র নিয়ে গানটি অনেক ভালো একটা গান হবে বলে আমি আশাবাদী । গানটির কথা মালা সুর ও সংগীতে ভালো কিছু পেতে যাচ্ছে শ্রোতারা।

গানটি নিয়ে সংশ্লিষ্টরা আরো বলেন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শ্রোতাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য, বর্তমান সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরা হয়েছে গানটিতে, গান ও মিউজিক ভিডিওসহ ভালো কিছু উপহার দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন । পরিশেষে বাংলা গান শুনুন ও শুদ্ধতার সাথে থাকুন,ধন্যবাদ ।