
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:- লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে শামসুদ্দিন (৩২) নামে এক যুবক। গত বুধবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারার নৌকা থেকে ঠেঙ্গার চরে নেমে আর নৌকায় ফিরে আসেনি।নিখোঁজের
সময় শামসুদ্দিনের পরনে ছিলো একটি লুঙ্গি ও গায়ে লাল রঙের হাফ শার্ট পরা।নিখোঁজ শামসুদ্দিন উপজেলার চর ফলকন ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।নিখোঁজের বাবা মোহাম্মদ হোসেন জানায়,গত সোমবার উপজেলা লুধুয়া ঘাট থেকে হারুন মাঝিসহ তারা পাঁচজন মাছ ধরার উদ্দেশ্য নৌকা নিয়ে হাতিয়ার দিকে রওয়ানা হয়।দুইদিন মাছ ধরার পর ঠেঙ্গার
চরে নৌকা থামালে শামসুদ্দিন নৌকা থেকে চর নামলে আর ফিরে আসেনি।দুই দিন খোঁজাখুজিঁ করেও তাকে না পেয়ে সাথে যাওয়া জেলেরা বাড়ি ফিরে আসে। কমলনগর থানায় সাধারণ ডায়েরি করতে গেলে ওসি সাহেব বলেছে যে এলাকা থেকে হারিয়েছে সেই থানা করার জন্য।
নৌকার মাঝি হারুন জানান,আমরা পাঁচজন একসাথেই
ছিলাম।কূল থেকে যাওয়ার পর দুইদিন আমরা সবাই নৌকায় এক সাথেই ছিলাম।বুধবার বিকেলে ঠেঙ্গার চরে নৌকা থামালে শামসুদ্দিন নৌকা থেকে নেমে গেলে আর ফিরে আসেনি।আমরা দুইদিন খোঁজাখুজিঁ করে না পেয়ে
চলে আসছি।আজকে তার পরিবারের লোকজন নিয়ে আবার খুঁজতে যাবো।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম জানান, শামসুদ্দিন নামে এক জেলে নিখোঁজের খবর শুনেছি পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করতে আসলে ঘটনাস্থলে করার পরামর্শ দিয়েছি।