
আবদুল্লাহ আল মামুন:
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্য নিয়ে দাগনভূঞা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে ও ইউডিএফ মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা, সাংবাদিক শওকত মাহমুদ, মোঃ ইমাম হাসান কচি, আবদুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম ও রবিউল আউয়াল সজিব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাকের হোসেন, পল্লী বিদ্যুৎতের এজিএম জিকু শীলসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ রয়েছে। দুর্যোগ আসলে মানুষের ভোগান্তির সীমা থাকে না। বাংলাদেশ ভৌগলিক কারণেই দুর্যোগপ্রবন অঞ্চল। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।