
দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলার ক্রীড়া সংগঠন দুধমুখা ক্রীড়া পরিষদের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বিকেলে দুধমুখা বাজারে কমিউনিটি সেন্টারে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দুধমুখা ক্রীড়া পরিষদের সভাপতি সৈয়দ ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাদাত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুধমুখা ক্রীড়া পরিষদের প্রধান উপদেষ্টা আবু ছায়েদ বাবলু, সহ সভাপতি ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ সাজু, সাংগঠনিক সম্পাদক মাষ্টার কাউছার প্রমুখ। এছাড়াও অত্র পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।