ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জারিরদোনা খাল পরিষ্কারে বিডি ক্লিন অংশগ্রহণ

  • আপডেট: ০৭:৪০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • 3
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ‘বিডি ক্লিন কমলনগর’টিম।তারই অংশ হিসেবে সোমবার(৩০ জুন)সকাল থেকে কমলনগরের জারির দোনা খাল এলাকায় পরিচালিত হলো একটি বিশাল
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।এ অভিযানে অংশ নেন বিডি ক্লিন কমলনগর-এর প্রায়৫০জন সদস্য। সকলে মাস্ক,গ্লাভস ও হেয়ার কভার পরে নিজ উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।খালের আশপাশে জমে থাকা প্লাস্টিক,পলিথিন ও কাদাযুক্ত বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হয়।
কমলনগর জারিরদোনা খালটি দীর্ঘ কয়েক বছর অবৈধ স্থাপনা করে দখল ও ময়লা আবর্জনা ভরা ছিলো।গত সাপ্তাহে কমলনগর উপজেলা প্রশাসন খাল টির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।এবং পানী প্রবাহ জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ শুরু করে। স্থানীয় লেবার ও ভেকু মেশিন দিয়ে খালের উপর থাকা ময়লা আবর্জনা তুলে নেওয়া হয়।এসময় কমলনগর উপজেলা প্রশাসনের
সাথে বিডি ক্লিন কমলনগর টিম অংশ গ্রহন করেন এই পরিচ্ছন্ন ইভেন্টে।বিডি ক্লিন কমলনগর টিমের পক্ষ থেকে জানানো হয়,”আমরা পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে চাই।শুধু ইভেন্ট নয়,এটি আমাদের নৈতিক দায়িত্ব।সবাই এগিয়ে এলে কমলনগর হবে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর।”
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান
বলেন,দীর্ঘ কয়েক বছর দরে ময়লা-আবর্জনা পেলে খালের পানী প্রবাহ বন্ধ হয়ে যায়।এতে কৃষকসহ স্থানীয় বন্যা পানি নিষ্কাশন বন্ধ থাকে।আমরা উপজেলা প্রশাসন খাল টি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করলাম।  ইনশাআল্লাহ আগামীতে বড় কোন প্রকল্প নিয়ে জারিরদোনা খাল টি সম্পূর্ণ খনন করবো।
Tag :

জারিরদোনা খাল পরিষ্কারে বিডি ক্লিন অংশগ্রহণ

আপডেট: ০৭:৪০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে ‘বিডি ক্লিন কমলনগর’টিম।তারই অংশ হিসেবে সোমবার(৩০ জুন)সকাল থেকে কমলনগরের জারির দোনা খাল এলাকায় পরিচালিত হলো একটি বিশাল
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।এ অভিযানে অংশ নেন বিডি ক্লিন কমলনগর-এর প্রায়৫০জন সদস্য। সকলে মাস্ক,গ্লাভস ও হেয়ার কভার পরে নিজ উদ্যোগে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।খালের আশপাশে জমে থাকা প্লাস্টিক,পলিথিন ও কাদাযুক্ত বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হয়।
কমলনগর জারিরদোনা খালটি দীর্ঘ কয়েক বছর অবৈধ স্থাপনা করে দখল ও ময়লা আবর্জনা ভরা ছিলো।গত সাপ্তাহে কমলনগর উপজেলা প্রশাসন খাল টির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।এবং পানী প্রবাহ জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ শুরু করে। স্থানীয় লেবার ও ভেকু মেশিন দিয়ে খালের উপর থাকা ময়লা আবর্জনা তুলে নেওয়া হয়।এসময় কমলনগর উপজেলা প্রশাসনের
সাথে বিডি ক্লিন কমলনগর টিম অংশ গ্রহন করেন এই পরিচ্ছন্ন ইভেন্টে।বিডি ক্লিন কমলনগর টিমের পক্ষ থেকে জানানো হয়,”আমরা পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে চাই।শুধু ইভেন্ট নয়,এটি আমাদের নৈতিক দায়িত্ব।সবাই এগিয়ে এলে কমলনগর হবে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর।”
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান
বলেন,দীর্ঘ কয়েক বছর দরে ময়লা-আবর্জনা পেলে খালের পানী প্রবাহ বন্ধ হয়ে যায়।এতে কৃষকসহ স্থানীয় বন্যা পানি নিষ্কাশন বন্ধ থাকে।আমরা উপজেলা প্রশাসন খাল টি পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করলাম।  ইনশাআল্লাহ আগামীতে বড় কোন প্রকল্প নিয়ে জারিরদোনা খাল টি সম্পূর্ণ খনন করবো।