ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিলে পানি নিষ্কাশন বিরোধে প্রাণ গেল বৃদ্ধার

  • আপডেট: ০৭:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • 38

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে পানি নিষ্কাশনের বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে কৃষ্ণধন দেবনাথ (৬৫) নামে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ মে) দুপুর ২টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের লালু ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণধন একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মধ্য বদলকোট গ্রামের মৃত মনমোহন দেবনাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত কৃষ্ণধনের জায়গার ওপর দিয়ে তার চাচাতো ভাই রিপন দেবনাথ (৪০) ও তার ভাই শিপন দেবনাথের বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশিত হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুর ২টার দিকে পানি নিষ্কাশন নিয়ে কৃষ্ণধনের সাথে রিপন ও শিপনের বাকবিতন্ডা বেধে যায়। নিহতের পরিবারের অভিযোগ একপর্যায়ে রিপনও শিপনের মারধরে মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণধন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার রিপন দেবনাথ (৪০) ও তার ভাই শিপন দেবনাথের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।  তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য দেওয়া যায়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের হাতে একটু ফুলা, মুখে হালকা জখম রয়েছে। তবে নিহতের শরীরে মারা যাওয়ার মত গুরুত্বর কোনো আঘাতের চিহৃ নেই।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী আরো বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
সর্বাধিক পঠিত

চাটখিলে পানি নিষ্কাশন বিরোধে প্রাণ গেল বৃদ্ধার

আপডেট: ০৭:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে পানি নিষ্কাশনের বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে কৃষ্ণধন দেবনাথ (৬৫) নামে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ মে) দুপুর ২টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের লালু ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কৃষ্ণধন একই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মধ্য বদলকোট গ্রামের মৃত মনমোহন দেবনাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত কৃষ্ণধনের জায়গার ওপর দিয়ে তার চাচাতো ভাই রিপন দেবনাথ (৪০) ও তার ভাই শিপন দেবনাথের বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশিত হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুর ২টার দিকে পানি নিষ্কাশন নিয়ে কৃষ্ণধনের সাথে রিপন ও শিপনের বাকবিতন্ডা বেধে যায়। নিহতের পরিবারের অভিযোগ একপর্যায়ে রিপনও শিপনের মারধরে মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণধন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার রিপন দেবনাথ (৪০) ও তার ভাই শিপন দেবনাথের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।  তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য দেওয়া যায়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। নিহতের হাতে একটু ফুলা, মুখে হালকা জখম রয়েছে। তবে নিহতের শরীরে মারা যাওয়ার মত গুরুত্বর কোনো আঘাতের চিহৃ নেই।

ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী আরো বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।