
দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মাছের রোগ-বালাই প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বুধবার (১৪ মে) উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে সম্প্রসারিত অতিথি বক্তা ছিলেন ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। প্রশিক্ষক ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম ও সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। প্রশিক্ষণে ২০ জন মৎস্য চাষী অংশ নেন।