
স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দূর্ঘটনায় কৃষি উপ সহকারী আব্বাস উদ্দিন বাবর পাটোয়ারী(২৮)মৃত্যু বরণ করেন। বৃহস্প্রতিবার(০৮) রামগতির হাজীগঞ্জ বাজার এলাকায় মটর সাইকেল ও ট্রাক্টরের সংর্ঘষে নিহত হন তিনি।
পরিবার সূত্রে জানান,নিহত আব্বাস নোয়াখালীর সেনবাগ উপজেলা কৃষি উপ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। সাপ্তাহিক ছুটিতে মোটর সাইকেল যোগে বাড়িতে আসার পথে রাস্তায় রৌদ্রে শুকানো সয়াবিনের পিচ্ছিল খেয়ে পড়ে গিয়ে সড়কে থাকা ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,মেয়ে ও অসংখ্য আত্মীয় রেখে যান।
নিহত আব্বাস উদ্দিন বাবর উপজেলার চর জাঙ্গালিয়া ইউনিয়নের ইউছুফ পাটোয়ারী বাড়ির মৃত তরিক উল্লাহ পাটোয়ারীর ছোট ছেলে।উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী,যুবদলের আহবায়ক মাও- ইউছুফ পাটোয়ারী ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সভাপতি মো.জিয়াউল হায়দার পলাশ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।