ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাটখিলে বসতঘর সংস্কার করতে গেলে বিধবা নারীর উপরে হামলা,বসতঘর ভাঙচুর

  • আপডেট: ০১:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • 116

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় বসতঘর সংস্কার করতে গেলে বিলকিছ আক্তার (৪৬) নামে এক বিধবা নারীকে এলোপাতাড়ি পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শোল্লা বড় বাড়িতে এই ঘটনাটি ঘটে। এই বিষয়ে তিনি চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সেই বিধবা নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিলকিছ আক্তারের সঙ্গে একই বাড়ির মনিহার বেগম ওরফে মিনু (৪৮), ডলি বেগম (৩৫), জাহানারা বেগম (৫০)সহ অজ্ঞাত ৪-৫ জনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিবাদীরা নানান সময় তাঁর ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তিতে থাকা গাছপালা কেটে নিয়ে যেত এবং বাধা দিলে বাদী ও তাঁর পরিবারকে অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি দিত।

বাদীর অভিযোগ— ঘটনার দিন সন্ধ্যায় তিনি ও তাঁর একজন বদলি শ্রমিকসহ বসতঘর সংস্কারের কাজ করছিলেন। এসময় বিবাদীরা ধারালো ছেনি, লোহার রড, এসএস পাইপ ও কাঠের বাটামসহ দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ হামলা চালায়।

আক্রমণের এক পর্যায়ে মনিহার বেগমের হাতে থাকা ধারালো ছেনি দিয়ে বাদীর কপালের ডান পাশে কোপ মারলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। জাহানারা বেগম বাদীর হাতের কবজিতে কামড়ে চামড়া ছিঁড়ে রক্তাক্ত জখম করে। ডলি বেগম বাদীর চুল ধরে মাটিতে ফেলে কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।

এ ছাড়া বিবাদীরা বাদীর নির্মাণাধীন বসত ঘরে থাকা টিন, কাঠ, তারসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। তারা বাদীকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকিও দেয়।

বাদীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বিবাদিরা ধারালো অস্ত্র মাথার ওপরে উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীরা আহত বিলকিছ আক্তারকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন।

চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা অজয় দেবশীল অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত-পূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ  

চাটখিলে বসতঘর সংস্কার করতে গেলে বিধবা নারীর উপরে হামলা,বসতঘর ভাঙচুর

আপডেট: ০১:৩১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় বসতঘর সংস্কার করতে গেলে বিলকিছ আক্তার (৪৬) নামে এক বিধবা নারীকে এলোপাতাড়ি পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শোল্লা বড় বাড়িতে এই ঘটনাটি ঘটে। এই বিষয়ে তিনি চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সেই বিধবা নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, বিলকিছ আক্তারের সঙ্গে একই বাড়ির মনিহার বেগম ওরফে মিনু (৪৮), ডলি বেগম (৩৫), জাহানারা বেগম (৫০)সহ অজ্ঞাত ৪-৫ জনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিবাদীরা নানান সময় তাঁর ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তিতে থাকা গাছপালা কেটে নিয়ে যেত এবং বাধা দিলে বাদী ও তাঁর পরিবারকে অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি দিত।

বাদীর অভিযোগ— ঘটনার দিন সন্ধ্যায় তিনি ও তাঁর একজন বদলি শ্রমিকসহ বসতঘর সংস্কারের কাজ করছিলেন। এসময় বিবাদীরা ধারালো ছেনি, লোহার রড, এসএস পাইপ ও কাঠের বাটামসহ দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ হামলা চালায়।

আক্রমণের এক পর্যায়ে মনিহার বেগমের হাতে থাকা ধারালো ছেনি দিয়ে বাদীর কপালের ডান পাশে কোপ মারলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। জাহানারা বেগম বাদীর হাতের কবজিতে কামড়ে চামড়া ছিঁড়ে রক্তাক্ত জখম করে। ডলি বেগম বাদীর চুল ধরে মাটিতে ফেলে কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।

এ ছাড়া বিবাদীরা বাদীর নির্মাণাধীন বসত ঘরে থাকা টিন, কাঠ, তারসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। তারা বাদীকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকিও দেয়।

বাদীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বিবাদিরা ধারালো অস্ত্র মাথার ওপরে উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীরা আহত বিলকিছ আক্তারকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। বর্তমানে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন।

চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলা তদন্তকারী কর্মকর্তা অজয় দেবশীল অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত-পূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।