ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় চাটখিলে ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট: ০৫:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • 569

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজভী উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাঁশি তফাদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে এবং পেশায় একজন কনফেকশনারি দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিজভী পরিবার নিয়ে চাটখিল পৌর শহরের নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে উপজেলা সড়কের ব্রিজ এলাকায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে একই দিন রাত ১০টার দিকে তিনি কুমিল্লায় মারা যান।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-রিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।  হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হলে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

হেল্প হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় চাটখিলে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট: ০৫:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজভী উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাঁশি তফাদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে এবং পেশায় একজন কনফেকশনারি দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রিজভী পরিবার নিয়ে চাটখিল পৌর শহরের নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে উপজেলা সড়কের ব্রিজ এলাকায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে একই দিন রাত ১০টার দিকে তিনি কুমিল্লায় মারা যান।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-রিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।  হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হলে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।