
মমিনুল মামুন, চন্দ্রগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ০৯ নং উত্তর জয়পুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যূর অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবারবার (১০ এপ্রিল) ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ভিজিটর আকলিমা আক্তারের তত্ববধানে শাহিদা বেগম নামের এক গর্ববতী নারী একটি মেয়ে সন্তানের জন্ম দেন। এবং বিকাল আনুমানিক ৩টার দিকে (শাহিদা বেগম) মৃত্যূবরণ করেন। রোগীর স্বজনদের অভিযোগ ভিজিটর আকলিমার অবহেলার জন্যই রোগীর মৃত্যূ হয়েছে। রোগীর স্বামী মহসিন বলেন, সকাল ১১ ঘটিকার সময় আমার স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করে কিন্তু তার রক্তক্ষরণ বন্ধ হয়নি। রোগী সন্তান প্রসবের পরই ভিজিটর আকলিমা রোগীকে এ অবস্থায় রেখে তার বাসায় (দোতলায়) চলে যায়। বারবার ডাকার পরেও তিনি রোগীর রক্তক্ষরণ বন্ধে কোনো পদক্ষেপ গ্রহন করেননি। রোগী নিস্তেজ হওয়ার পর অজ্ঞান হয়ে গেছে বলে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। মাইজদী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার রোগী মৃত বলে ঘোষণা করেন এবং অনেক আগেই মারা গেছে বলে জানান। এ বিষয়ে রোগীর আত্মীয়-স্বজনসহ উপস্থিত সকলেই ভিজিটর আকলিমার অবহেলাকেই দায়ী করেছেন।
রোগীর মৃত্যূর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা এবং উত্তেজিত স্থানীয় এলাকাবাসী হাসপাতাল ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রন করে রাত ৮ ঘটিকার সময় ভিজিটর আকলিমা ও দায়িত্বরত উপ-সহকারী মেডিক্যাল অফিসার নিলুফা আক্তারকে তাৎক্ষণিক আটক করে থানায় নিয়ে যায়।