ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর কমলনগরে ভূমি দস্যু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট: ০৮:১৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • 19
স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগর ভূমিদস্যু হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম সেরাজ ও তার ছেলে আফনানুল ইসলাম আকাশের বিচার সংবাদ সম্মেলন করা হয়েছে।তাদের বিরুদ্ধে সরকারি খালের জমি,কবরের জমি,মানুষের ব্যক্তি মালিকানা জমি দখলসহ অপ কৌশলের মাধ্যমে রেকর্ড করে নেওয়ার অভিযোগ রয়েছে।
সোমবার(৭এপ্রিল)দুপুরে চর লরেন্স বাজারে ইউনিয়ন পরিষদ কার্যাল য়ের সামনে ভূক্তভোগী এলাকা বাসীর ব্যানারে এ আয়োজন করা হয়।এসময় বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব,কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন,ভুক্তভোগী শুক্কুর আহমেদ, সাবেক ইউপি সদস্য
আলী আকবর,মোঃ মহিন,আব্দুল আউয়াল,মোঃলিটন ও আবু তাহের প্রমুখ।ভুক্তভোগী আব্দুল আউয়াল বলেন,আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে সেরাজ ও তার ছেলে আকাশ আমাদের ৪৪ শতাংশ জমি দখল করেছে।জমি ফেরত চাইলে মামলা-হামলার হুমকি দিয়ে আসছে।হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, বাজারের কবরস্থান স্থানীয় মানুষের
জমি।এখানে সেরাজের আধা শতাংশ জমিও নেই। কিন্তু তিনি অপকৌশলের মাধ্যমে নিজের নামে কবরস্থানের চর লরেন্স মৌজা ১০৬২০দাগে ১১মধ্য ৭শতাংশ জমি রেকর্ড করে নিয়েছে।এখন কবরস্থান দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা করছে। মানুষের জমি জোরপূর্বক দখলে নিতে সেরাজ ৫১জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।সে
আমার চাচার কাছে ২৮ শতাংশ জমি বিক্রি করেছে,কিন্তু রেজিষ্ট্রি দিয়েছে মাত্র ৬শতাংশ জমি।পানি উন্নয়ন বোর্ডের জমি ১০৫৯৯দাগে খাল দখল করে ২৬এর মধ্য ১৩শতাংশে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে।সেরাজ নিজেকে মুক্তি যোদ্ধার পরিচয় দিয়ে এসব অপকর্ম করছেন।তার মুক্তিযোদ্ধের সনদ নিয়ে ধোয়াশা রয়েছে।
জমি দখলে সরকারকে কোন ট্যাক্স দিচ্ছে না।তার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।সিরাজুল ইসলাম সেরাজের আপন ভাই মাষ্টার আবু তাহের বলেন,সেরাজ মানুষের জমি,কবরস্থান,খাল সহ আমাদের পারিবারিক জমি জোর পূর্বক রের্কডে দখল করেন।উপজেলার চর লরেন্স ইউনিয়নের মৃত নুর মিয়ার পুত্র
সিরাজুল ইসলাম সেরাজ ও আফনানুল ইসলাম আকাশ সিরাজুল ইসলাম সেরাজের পুত্র। পারিবারিকভাবে দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আফনানুল ইসলাম আকাশ উপজেলা আ’লীগের সদস্যের দায়িত্বে রয়েছে। সিরাজুল ইসলাম সেরাজ তার ছেলে আফনানুল ইসলাম আকাশ বলেন,আমার এবং ছেলের
বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়। যারা অভিযোগ দিয়েছে তাদেরকে প্রমাণ দেখাতে হবে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃনাহিদ উজ জামান বলেন,পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে।
Tag :

নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান

লক্ষ্মীপুর কমলনগরে ভূমি দস্যু’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট: ০৮:১৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগর ভূমিদস্যু হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম সেরাজ ও তার ছেলে আফনানুল ইসলাম আকাশের বিচার সংবাদ সম্মেলন করা হয়েছে।তাদের বিরুদ্ধে সরকারি খালের জমি,কবরের জমি,মানুষের ব্যক্তি মালিকানা জমি দখলসহ অপ কৌশলের মাধ্যমে রেকর্ড করে নেওয়ার অভিযোগ রয়েছে।
সোমবার(৭এপ্রিল)দুপুরে চর লরেন্স বাজারে ইউনিয়ন পরিষদ কার্যাল য়ের সামনে ভূক্তভোগী এলাকা বাসীর ব্যানারে এ আয়োজন করা হয়।এসময় বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব,কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন,ভুক্তভোগী শুক্কুর আহমেদ, সাবেক ইউপি সদস্য
আলী আকবর,মোঃ মহিন,আব্দুল আউয়াল,মোঃলিটন ও আবু তাহের প্রমুখ।ভুক্তভোগী আব্দুল আউয়াল বলেন,আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে সেরাজ ও তার ছেলে আকাশ আমাদের ৪৪ শতাংশ জমি দখল করেছে।জমি ফেরত চাইলে মামলা-হামলার হুমকি দিয়ে আসছে।হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব বলেন, বাজারের কবরস্থান স্থানীয় মানুষের
জমি।এখানে সেরাজের আধা শতাংশ জমিও নেই। কিন্তু তিনি অপকৌশলের মাধ্যমে নিজের নামে কবরস্থানের চর লরেন্স মৌজা ১০৬২০দাগে ১১মধ্য ৭শতাংশ জমি রেকর্ড করে নিয়েছে।এখন কবরস্থান দখল করে দোকান নির্মাণের পাঁয়তারা করছে। মানুষের জমি জোরপূর্বক দখলে নিতে সেরাজ ৫১জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।সে
আমার চাচার কাছে ২৮ শতাংশ জমি বিক্রি করেছে,কিন্তু রেজিষ্ট্রি দিয়েছে মাত্র ৬শতাংশ জমি।পানি উন্নয়ন বোর্ডের জমি ১০৫৯৯দাগে খাল দখল করে ২৬এর মধ্য ১৩শতাংশে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছে।সেরাজ নিজেকে মুক্তি যোদ্ধার পরিচয় দিয়ে এসব অপকর্ম করছেন।তার মুক্তিযোদ্ধের সনদ নিয়ে ধোয়াশা রয়েছে।
জমি দখলে সরকারকে কোন ট্যাক্স দিচ্ছে না।তার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।সিরাজুল ইসলাম সেরাজের আপন ভাই মাষ্টার আবু তাহের বলেন,সেরাজ মানুষের জমি,কবরস্থান,খাল সহ আমাদের পারিবারিক জমি জোর পূর্বক রের্কডে দখল করেন।উপজেলার চর লরেন্স ইউনিয়নের মৃত নুর মিয়ার পুত্র
সিরাজুল ইসলাম সেরাজ ও আফনানুল ইসলাম আকাশ সিরাজুল ইসলাম সেরাজের পুত্র। পারিবারিকভাবে দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আফনানুল ইসলাম আকাশ উপজেলা আ’লীগের সদস্যের দায়িত্বে রয়েছে। সিরাজুল ইসলাম সেরাজ তার ছেলে আফনানুল ইসলাম আকাশ বলেন,আমার এবং ছেলের
বিরুদ্ধে অভিযোগগুলো সত্য নয়। যারা অভিযোগ দিয়েছে তাদেরকে প্রমাণ দেখাতে হবে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃনাহিদ উজ জামান বলেন,পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে।