
স্টাফ রিপোর্টার:-
সৌদিআরবে এমরান হোসেন রোকন(৩০)নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।রোববার ভোর রাতে দাম্মাম শহরের কাতিব আবামিয়া এলাকায় নিজ বাসায় স্ট্রোক করে সে মারা যায়।
রোকন লক্ষ্মীপুর কমলনগর উপজেলার হাজির হাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির নুরুল ইসলামের ছেলে।তার মামা রেদোয়ান হোসেন হৃদয় জানান,
এমরান হোসেন রোকন প্রায় সাড়ে ৩বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান।রোববার বিকেলে রোকনের ভগ্নিপতি মোঃশরীফ দাম্মান থেকে
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তার মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রয়েছে।বাড়িতে তার স্ত্রী,এক ছেলেও মা-বাবা রয়েছে।রোকনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রোকনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান তার পরিবার।