
শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা দৈনিক ইনকিলাব সংবাদদাতা কাজী মুহাম্মদ ইউনুছ’র নানা বিদগ্ধ আলেম মাওলানা শামসুল মাওলার (৯০)দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার উপজেলার লরেঞ্চ বাজার তাহেরীয়া ঈদগাহ ময়দানে নামাজে জানাযার পরে
মরহুমের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মরহুম শামসুল মাওলা উপজেলার চর পাগলা নিবাসি বিশিষ্ট বুজুর্গানে দ্বীন মরহুম মৌলভী আবদুল লতিফের তৃতীয় পুত্র এবং রংপুর সাত দরগাহ নেছারিয়া কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ ও রামগতির চর কলাকোপা
কারামতিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন।
মরহুম মাওলানা শামসুল মাওলা গতকাল (বুধবার) রাত ১০ টায় উনার নিজ বাড়িতে বার্ধক্যজনীত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর ৬ কন্যা ও ১ পুত্র সন্তানসহ অসংখ্য নাতি নাতনি, ছাত্রছাত্রী,আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে যান।বৃহত্তর নোয়াখালী অঞ্চলের এ ইসলামি স্কলার,
শায়খুল হাদীসের মৃত্যুতে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ওসতাজুল আসাতেজা মুহাদ্দিস মাওলানা শামসুল মাওলা ছিলেন এ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ইসলামি আলোকবর্তিকা।উনার হাজার হাজার শিক্ষার্থী দেশের আনাচে কানাচে বড় আলেম, ওয়ায়েজিন, মাদ্রাসার প্রভাষক,অধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা
হিসেবে কর্মরত রয়েছেন।মরহুম মাওলানা শামসুল মাওলার নামাজে জানাযার ইমামতি করেন উনার বড় ভাগিনা হাজির হাট হামেদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোছাইন আল ফারুকী।
মাওলানা শামসুল মাওলার জানাজায় অসংখ্য আলেম ও হাজার হাজার জনতার ঢল নেমে আসে। এ আলেমের মৃত্যুতে শোক জানিয়েছেন সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জেলা ইমাম সমিতি,শিক্ষক সমিতি,ওলামা পরিষদসহ সকল সামাজিক নেতৃবৃন্দ।