মোঃ আরমান হোসেন সাগর, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজ ১লা মার্চ বেগমগঞ্জে জাতীয় বীমা দিবস ২০২৪ পালন করা হয়।
বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সকাল ৯:৩০ থেকে শুরু করে ১২টা পর্যন্ত বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীমা কর্মীদের উপস্থিতিতে এক জমকালো আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জীবন বীমা কর্পোরেশন চৌমুহনী শাখার ব্রাঞ্চ ইনচার্জ ও মুক্তিযোদ্ধার সন্তান জনাব ওমর ফারুক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন – অনেক বীমা প্রতিষ্ঠান গ্রাহকের বীমা দাবী পরিশোধ করতে অপারগতা প্রকাশ করে, বীমা ম্যাচুরিটির পর গ্রাহক কেনো অফিসে অফিসে ঘুরবে? এসব হয়রানি বন্ধ করতে হবে, শতভাগ গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে, এই অঙ্গীকার নিয়ে আমাদের সকলের কাজ করা উচিত। এবং যেসব প্রতিষ্ঠান বীমা দাবী পরিশোধ নিয়ে গ্রাহক হয়রানি করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ব্যবস্হা নেওয়া হোক বলে দাবি করেন। সর্বশেষ তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা এবং ১লা মার্চকে জাতীয় বীমা দিবস দিবস হিসেবে পালন করার সুযোগ করে দেওয়ার জন্য দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা সঃ মাধ্যমিক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আহাম্মদ উল্যা সবুজ প্রমুখ।
এতে আরো বক্তব্য রাখেন গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের পক্ষে ইনচার্জ সঞ্জয় দাস, পপুলার লাইফ ইন্সুরেন্সের পক্ষে ইনচার্জ আবুল বাশার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের পক্ষে ইনচার্জ মোঃ শাহজাহান হোসেন, চার্টাড লাইফ ইন্সুরেন্সের পক্ষে মনিরুল ইসলাম মনির সহ আরো অনেকে।