স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগরে গভীর রাতে ব্যবসায়ির ঘরে ঢুকে গলার চুরি ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।বুধবার রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের সাইদুল্লাহ মাঝি বাড়ির ব্যবসায়ির নাসির উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে।এ সময় চোরের দল তাদের ব্যবহৃত স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে কমলনগর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।ব্যবসায়ি নাসির জানান,
রাত সাড়ে ১২ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘরে ঢুকেন। ওই সময় ৪/৬ জন লোক হঠাৎ ঘরে ঢুকে গলায় চুরি ঠেকিয়ে সবাইকে জিম্মি করে ফেলে।পরে তার স্ত্রী ও মেয়ের ব্যবহৃত প্রায় আট আনা ওজনের কানের দুলসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃফরিদুল আলম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।