লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলমের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সীমাহীন দুর্নীতি অনিয়ম অযোগ্যতার পাশাপাশি মাদ্রাসা প্রতিষ্ঠানকে ধংসের ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে কচুয়া-শাহাপুর সড়কে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকাবাসী সম্মিলিত ভাবে ওই কর্মসূচী পালন করেন।
বিগত ফ্যাসিষ্ট সরকারের স্থানীয় নেতৃবৃন্দদের সাথে আঁতাত করে এবতেদায়ী শিক্ষক মোঃ শাহ আলম কচুয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন। শিক্ষক হিসেবে একই প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন তার স্ত্রী মোহছেনা আক্তারকে। এরপর তিনি মনগড়া সিদ্ধান্তে মাদ্রাসাটিকে গড়ে তুলেছেন দুর্নীতি আর সন্ত্রাসীদের আখড়া হিসেবে। তার এমন অনিয়ম আর অযোগ্যতায় কচুয়া মাদ্রাসাটি শত বছরের ঐতিহ্য হারিয়েছে।
বুধবার অনুষ্ঠিত ওই মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ এনে মাদ্রাসাটি রক্ষার্থে সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলমের অপসারণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মোঃ সাইফুল্লা মানিক, মোঃ আবদুল কাদের, মিজানুর রহমান সহ এলাকাবার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপূর্বে মাদ্রাসা রক্ষার্থে এলাকাবাসীর পক্ষ থেকে কচুয়া আহম্মদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরিচালনায় প্রস্তাবিত কমিটি মাদ্রাসা কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।এসময় অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলম মাদ্রাসায় অনুপুস্থিত থাকায় তার মন্তব্য নেওয়া যায়নি। অধ্যক্ষ মাওঃ আজাদ হোসেন ভূঁইয়া শারিরীক অসুস্থতার কারণে সৃষ্ট বিষয়ে মন্তব্য করতে পারেননি।