জেলা প্রতিনিধি, নোয়াখালী:
জেলা প্রাশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের মিনি কনফারেন্স হলে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের ৪ দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।
কোর্স কোর্ডিনেটর হিসেবে ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক জালাল উদ্দীন। উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিয়া ইসলাম জুইন। আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ চৌধুরী মামুন, বেগমগঞ্জ উপজেলা সমন্বয়কারী মো. নূরে আলম সিদ্দিক ও চাটখিল উপজেলা সমন্বয়কারী রবিউল হাসান।
৪ টি ব্যাচে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রত্যেক ব্যাচ পাবে ৪ দিন করে প্রশিক্ষণ। ১ম ব্যাচের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন জেলার বেগমগঞ্জ ও চাটখিল উপজেলাধীন ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তাগণ। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য ব্যাচের প্রশিক্ষণ প্রদান করা হবে।
১ম ব্যাচের এই প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো. ইব্রাহীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়াছিন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণায়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প। বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি ছাড়া দেশের ৬১ জেলার ৪৬৮ উপজেলার ৪৪৫৩টি ইউনিয়নে এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় নোয়াখালীতে প্রকল্প বাস্তবায়নের মাঠ পর্যায়ে কাজ করছে সামাজিক উন্নয়ন সংস্থা "ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশান"।