শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪' ৫ ও ৬ ওয়ার্ডের কর্মী সম্মেলন হয়েছে।শুক্রবার বিকেলে পাটওয়ারী বাড়ির সামনে হাজিরহাট ইউনিয়ন যুবপরিষদ এ কর্মী সম্মেলনের আয়োজন করে। হাজিরহাট ইউনিয়ন যুবপরিষদের
আহবায়ক ইলিয়াস হোসেব টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমিী সাবেক প্রধান শিক্ষক মাস্টার আলতাফ হোসেন,কমলনগর
প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও জেএসডির উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার।হাজিরহাট ইউনিয়ন যুবপরিষদের যুগ্ন আহবায়ক মোঃরাশেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,জেএসডির
সাংগঠনিক সম্পাদক মমিন উল্লাহ,হাজিরহাট ইউনিয়ন জেএসডির সাধারণ সম্পাদক মোকতার হোসেন, উপজেলা জাতীয় যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান ও চরফলকন ইউনিয়ন যুবপরিষদের আহবায়ক আকতার হোসেন প্রমূখ।