শ্রীবাস মজুমদার স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুরের কমলনগর যুব পরিষদ ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান করেছে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রসার হল রুমে।২ এপ্রিল বুধবার বিকাল ৩টায় উপজেলা যুব পরিষদের সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রেদোয়ান উল্লাহ খাঁন।
কমলনগর উপজেলা যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় পেশাজীবি সম্পাদক সার্জেন(অঃ)সোলাইমান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন,সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন,সাজেন্ট আবুল কাসেম,হাজ্বি সিরাজ, আনোয়ার,নাছির,দেলোয়ার,রুবেল,মাহি হাওলাদার,তুহিন, জয়নাল,সোলাইমান,আনোয়ারসহ উপজেলা,ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রেদোয়ান উল্লাহ খাঁন বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে ২৪এর ছাত্র-জনতার অভ্যুত্থান বা জুলাই বিপ্লবে গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের অবদান দেশের মানুষের কাছে প্রশংসনীয়। তাই আগামী নির্বাচনে ভিপি নুরের হাত শক্তিশালী করতে সবাইকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।