আবদুল্লাহ আল মামুন:
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দাগনভূঞায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ বিজয় চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের মূলকার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবেদিতা চাকমা।
প্রাক্তন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবুল ফরাহ এর সভাপতিত্বে ও এনায়েত নগর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক অন্নপূর্না দেবী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মঈন উদ্দিন আহমেদ চৌধুরী, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম কমল, চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সেতুবন্ধন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিডেটের সভাপতি ত্রিদিব কান্তি ভৌমিক, ইয়ারপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য নূর জাহান কাউসার সাইমুন, নাদিয়া কাউছার নিপুন, করমুল্যাহপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য আকলিমা আক্তার।
এসময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ,সমবায় কার্যালয়ের কর্মচারীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমবায় দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। যে কাজ একার পক্ষে সম্ভব নয় তা সমবায়ের মাধ্যমে করলে সফলতা আসবেই। দশে মিলে কাজ করলে সে কাজে সফলতা অনিবার্য। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মাধ্যমে বৃহত্তর পুঁজি গড়ে তোলা সম্ভব। সমবায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উন্নয়ন প্রচেষ্টায় সমবায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।